কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

খোলস ছেড়ে ফের প্রকাশ্যে নেতারা, নতুন বার্তা দিচ্ছে বিএনপি?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৩, ২২:৩১

কার্যত ২৮ অক্টোবরের পর থেকে গত এক মাস আত্মগোপনে বিএনপির শীর্ষ নেতৃত্ব। আট দফায় হরতাল-অবরোধের মতো কর্মসূচি দিলেও তারা মাঠে ছিলেন নিষ্ক্রিয়। ভিডিওবার্তায় ঘোষণা করা হচ্ছিল কর্মসূচি। এ পরিস্থিতির মধ্যে একই দিনে হঠাৎ দুই শীর্ষ নেতা প্রকাশ্যে এসেছেন। অংশ নিয়েছেন রাজনৈতিক কর্মসূচিতে। সূত্র বলছে, হরতাল-অবরোধ দূরে রেখে আগের মতো জনসম্পৃক্ত কর্মসূচিতে ফিরতে চায় দলটি। যদিও নির্বাচন সামনে রেখে নেতাদের এই খোলস ছেড়ে বেরোনো আরও কোনো বার্তা দিচ্ছে কি না সেটা স্পষ্ট নয়।


২৮ অক্টোবরের মহাসমাবেশে সংঘর্ষ ও হতাহতের পর অনেকটাই এলোমেলো হয়ে পড়ে বিএনপি। সারাদেশে গ্রেফতার হন কয়েক হাজার নেতা। এর পর থেকে দলটির নেতাকর্মীরা আত্মগোপনে থেকে হরতাল-অবরোধের মতো কর্মসূচি পরিচালনা করছিলেন। এক মাস পর দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির দুই সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান প্রকাশ্যে এসেছেন। ফিরে গেছেন কোনো ধরনের পুলিশি হয়রানি ছাড়াই। আপাতত হরতাল-অবরোধ না দিয়ে জনসম্পৃক্ত কর্মসূচি পালনের জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির দায়িত্বশীল নেতারা। তারা বলছেন, এখন থেকে সব নেতাকেই প্রকাশ্যে দেখা যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও