বিএনপির মনোনয়ন তালিকায় নেতাদের ১৯ ছেলে, ৫ মেয়ে

প্রথম আলো প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫, ১২:২০

বিএনপির মনোনয়ন তালিকায় নাম রয়েছে দলটির প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪ জন ছেলে ও মেয়ের। এর মধ্যে ১৯ জন ছেলে, ৫ জন মেয়ে। প্রয়াত দুই নেতার স্ত্রীরাও পেয়েছেন মনোনয়ন। অবশ্য পরিবার অনেকের একমাত্র পরিচয় নয়। এঁদের প্রায় সবাই রাজনীতিতে সক্রিয়।


বিএনপি গত সোমবার জাতীয় সংসদের ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করে। ৬৩টি আসনে তারা প্রার্থীর নাম এখনো জানায়নি। আলোচনা আছে, শরিক দলগুলোর সঙ্গে সমঝোতার পর বেশ কিছু আসন তাদের দেওয়া হবে। বাকিগুলোতে বিএনপি নিজেদের প্রার্থী দেবে।


সরকার আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার কথা আগেই জানিয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে জামায়াতে ইসলামী আগেই ২৯৮টি সম্ভাব্য প্রার্থীর নাম জানিয়েছেন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শিগগিরই প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও