কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গণপরিবহন চলাচল স্বাভাবিক, বেড়েছে ব্যক্তিগত গাড়িও

বার্তা২৪ ঢাকা মেট্রোপলিটন প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৩, ১০:৪০

বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি জামায়াতসহ সমমনা দলের ডাকা অষ্টম দফায় অবরোধ কর্মসূচির প্রথম দিন আজ। তবে অবরোধের প্রথম দিনেও রাজধানীর সড়কে ব্যক্তিগত গাড়ির আধিক্য। সেই সঙ্গে স্বাভাবিক রয়েছে গণপরিবহন চলাচলও।


বুধবার (২৯ নভেম্বর) রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে।


সরেজমিনে দেখা গেছে, রাজধানীর সড়কে বেড়েছে গণপরিবহনসহ ব্যক্তিগত পরিবহনের আধিক্য। ফলে বিভিন্ন স্থানে যানজটসহ গাড়ির জটলাও দেখা গেছে। এছাড়া অধিকাংশ গণপরিবহনে যাত্রীর চাপও ছিলে চোখে পড়ার মতো।


এদিকে বিএনপি ও সমমনা দলের ডাকা ২৪ ঘণ্টার অবরোধ কর্মসূচি এবং ২৪ ঘণ্টার হরতালের প্রথম দিন আজ। বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধা ৬টা পর্যন্ত সারাদেশে এই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি। একই কর্মসূচি পালন করছে জামায়াত, এলডিপি, গণতন্ত্র মঞ্চসহ সমমনা দলগুলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও