শীতের দাওয়াতে মেটালিক লুকটাই বেশি চলবে
প্রথম আলো
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৩, ১২:১০
শীতে বেড়ে যায় দাওয়াতের ধুম। এই সময়ে মেকআপে কোন রংগুলো প্রাধান্য পাবে, কেমন বেজ মেকআপ চলবে ঠোঁটে, কোন রংগুলোই বা মানাবে, তা নিয়ে প্রশ্নের উত্তর দিলেন পারসোনার পরিচালক নুজহাত খান। সাক্ষাৎকার নিয়েছেন জিনাত শারমিন
এই শীতে মেকআপে কোন রংটা প্রাধান্য পাচ্ছে?
এবার লাতে মেকআপ ট্রেন্ডটা চলছে। হঠাৎ করেই। গত কয়েক বছরে আমরা এ রকম কোনো রঙের প্রাধান্য দেখিনি। লাতে কফির মতোই একটা রং। ওয়ার্ম ব্রাউন একটা রং। কমলা আর ব্রাউন মেশালে যে রকম হয়, অনেকটা সে রকম। প্যারিস ফ্যাশন উইক, ল্যাকমে ফ্যাশন উইকের স্প্রিং ফলের ফ্যাশন শোতে মডেলদের চোখে, ঠোঁটে, চিকবোনে এই রং উঠে এসেছে। আর এখন সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে খুব সহজেই ইন্টারনেটের গতিতে বাংলাদেশেও ঢুকে পড়েছে।