গাজায় গ্যাসের জন্য ২ কিলোমিটার দীর্ঘ লাইন
ফিলিস্তিনে জাতিসংঘের মানবিক সংস্থা (ইউএনওসিএইচএ) জানিয়েছে, গাজার পরিস্থিতি এতোটাই সংকটাপন্ন যে, রান্নার গ্যাসের লাইন দুই কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে। খবর আল জাজিরার
প্রতিবেদনে প্রকাশিত ছবিতে দেখা যায়, দক্ষিণ গাজা উপত্যকার রাফাহতে মিশর সীমান্তের রাফাহ ক্রসিং হয়ে ফিলিস্তিনি এই ভূখণ্ডে প্রবেশ করা ট্যাংক থেকে রান্নার গ্যাস ভর্তি করার জন্য খালি বোতল নিয়ে বসে আছে সেখানকার মানুষেরা।
এছাড়া পৃথক ছবিতে পুরুষদের পাশাপাশি নারীদেরকেও খালি বোতল নিয়ে গ্যাসের অপেক্ষায় বসে থাকতে দেখা গেছে।