রদ্রিগো-বেলিংহ্যামের নৈপুণ্যে কাদিসকে হারিয়ে শীর্ষে রেয়াল
ভিনিসিউস জুনিয়রের অনুপস্থিতি একটুও বুঝতে দিলেন না রদ্রিগো। এর আগের ম্যাচগুলোতে ফিনিশিংয়ে সেভাবে নিজের সামর্থ্যের ছাপ রাখতে না পারা তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড করলেন জোড়া গোল। পাশাপাশি অবদান রাখলেন জুড বেলিংহ্যামের গোলে। দুই তরুণের নৈপুণ্যে কাদিসকে অনায়াসে হারিয়ে লা লিগার শীর্ষে ফিরল রেয়াল মাদ্রিদ।
প্রতিপক্ষের মাঠে রোববার রাতে ৩-০ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল।
প্রথম তিন মিনিটে দুটি শট লক্ষ্যে রাখে রেয়াল। তবে কাদিস গোলরক্ষক হেরেমিয়াস লেদেসমাকে খুব একটা ভাবাতে পারেনি সেগুলো। ষষ্ঠ মিনিটে আরেকটি শটও অনায়াসেই ঠেকান আর্জেন্টাইন গোলরক্ষক।
সফরকারীদের প্রবল চাপ সামাল দিয়ে একটু একটু করে আক্রমণে উঠতে শুরু করেছিল কাদিস। তাদের হতাশায় ডুবিয়ে চতুর্দশ মিনিটে রেয়ালকে এগিয়ে নেন রদ্রিগো।
ডি বক্সে বল পেয়ে জায়গার অভাব শট নিতে পারছিলেন না তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। কাদিসের কয়েকজন খেলোয়াড়ের চ্যালেঞ্জ এড়িয়ে ডি বক্সের মাথা থেকে ডান দিকের পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন তিনি।
- ট্যাগ:
- খেলা
- স্প্যানিশ লা লিগা