বিজয়-অমিতের সেঞ্চুরির দিনে ইমরুলের রানআউট বিতর্ক

ডেইলি স্টার প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৪, ২০:২৫

ওয়ানডে দল থেকে বাদ পড়লেও এনামুল হক বিজয় ঘরোয়া ক্রিকেটে নিজের ছন্দ ধরে রাখলেন। জাতীয় লিগে আগের ম্যাচে ৯৫ করলেও এবার পেলেন সেঞ্চুরি, তার সঙ্গে সেঞ্চুরির দেখা পেলেন অমিত মজুমদার। এই দুজনের শতকে খুলনা ভালো অবস্থায় থাকলেও ইমরুল কায়েসের রানআউট বিতর্ক সিলেটের মাঠে ছড়ালো উত্তেজনা।


শনিবার ঢাকা মেট্রোর বিপক্ষে প্রথম দিনে ৬ উইকেটে ৩৫৮ রান করে খুলনা। দলের হয়ে ১৬৯ বলে ১৩ চার, ৩ ছয়ে ১২৫ করেন বিজয়। ২৩৪ বলে ১৪ চার, ৩ ছয়ে ১৪৫ রানের ইনিংস খেলেন অমিত। এই দুজনের পর দলের হয়ে তৃতীয় সর্বোচ্চ ৪৬ রান আসে ইমরুল কায়েসের ব্যাটে। তিনি থামেন দুর্ভাগ্যজনকভাবে।


৭৫ বলে স্ট্রোক ঝলমলে ৪৬ করতে ইমরুল মারেন ৭ চার, বাঁহাতি ব্যাটার যেতে পারতেন আরও দূরে। বিতর্কিতভাবে রান আউটের শিকার হন তিনি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও