১৫ মাসের ক্লাসে এইচএসসি পরীক্ষা, ফলাফলে শিখন ঘাটতির ‘ধাক্কা’
এইচএসসি পরীক্ষার্থীদের একাদশ-দ্বাদশ শ্রেণি মিলিয়ে কমপক্ষে ১৮ মাস ক্লাস নেওয়া হয়। একাদশে প্রথমপত্র ও দ্বাদশে পড়ানো হয় দ্বিতীয়পত্র। পরীক্ষার কয়েক মাস আগে থেকে দুটি পত্রই সমানতালে পড়ে নির্বাচনী পরীক্ষায় অংশ নেন শিক্ষার্থীরা। অথচ এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা একাদশ ও দ্বাদশ মিলিয়ে সর্বসাকুল্যে ১৫ মাস ক্লাস করার সুযোগ পেয়েছেন। এতে শিক্ষার্থীদের শিখন ঘাটতি ছিল। পরীক্ষার ফলাফলে যার প্রভাব পড়েছে বলে মনে করেন শিক্ষাবিদ, শিক্ষক ও অভিভাবকরা।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০২২ সালের ২ মার্চ মাস থেকে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হয়। চলতি বছরের ৩০ মে শুরু হয় নির্বাচনী পরীক্ষা। নির্বাচনী পরীক্ষার পর দ্বাদশ শ্রেণিতে আর ক্লাস নেওয়া হয় না। ফলে এক বছর তিন মাস ক্লাস করে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ের পরীক্ষায় বসতে হয়েছিল এবারের এইচএসসি পরীক্ষার্থীদের।
- ট্যাগ:
- বাংলাদেশ
- এইচএসসি পরীক্ষার ফলাফল