নিজের জনগণকেই ঘৃণা করেন আইরিশ প্রধানমন্ত্রী: ইলন মাস্ক

বিডি নিউজ ২৪ আয়ারল্যান্ড প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৩, ১৭:০১

আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাডকার ‘আইরিশ জনগণকে ঘৃণা করেন’ --এমনই দাবি সামাজিক মাধ্যম এক্স-এর মালিক ইলন মাস্কের।


মাস্কের এ বক্তব্যের আগে ঘৃণামূলক বক্তব্য ঠেকানোর উদ্দেশ্যে আয়ারল্যান্ডের আইন ‘আধুনিকায়নের’ ঘোষণা দেওয়া হয়।


সামাজিক মাধ্যম এক্স-এ ‘স্যার ডোজ অফ দ্য কয়েন’ নামের এক অ্যাকাউন্টে করা পোস্টের জবাব দিতে গিয়ে মাস্ক এ কথা বলেন। আইরিশ জনগণের আইনি পদক্ষেপ বিষয়ে এক সংবাদের লিংক পোস্ট ছিল এতে, যেখানে অভিযোগ করা হয় ‘জনগণের স্বাধীনতা কেড়ে নিতে চায় আইরিশ সরকার ’।


‘শিবা ইনু (কার্টুন)’-এর প্রোফাইল পিকচারওয়ালা ওই মিম অ্যাকাউন্টে দেওয়া পোস্টের জবাবে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্ক বলেন, “দুঃখজনক বিষয় হল, আইরিশ প্রধানমন্ত্রী নিজেই আয়ারল্যান্ডের জনগণকে ঘৃণা করেন।”


দীর্ঘদিন ধরেই নিজেকে ‘বাকস্বাধীনতার ধারক’ হিসেবে দাবি করে আসছেন মাস্ক। তবে তার বেশ কিছু সিদ্ধান্ত সমালোচকদের প্রশ্নের মুখেও পড়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও