সবাই কেন এমপি হতে চায়
দেশে রাজনীতি কি সবচেয়ে লাভজনক ব্যবসা? রাজনীতি যেভাবে সবকিছু নিয়ন্ত্রণ করছে, তাতে এমনটা মনে হওয়া অস্বাভাবিক কিছু নয়। আবার রাজনীতি যে উপায়ে সবক্ষেত্রে কামিয়াব হওয়ার সুযোগ করে দিচ্ছে, তাতে যেকারও মনে হতে পারে, রাজনীতির উপরে আর কিছু নেই।
সেই কারণে এ মুহূর্তে দেশের একটা বর্গের মানুষের কাছে সবচেয়ে বড় পাওয়া হলো—রাজনীতির খাতায় নাম লেখানো। তারা শুধু নাম লিখিয়েই ক্ষান্ত হচ্ছেন না, এমপি হওয়ার দৌড়েও শামিল হচ্ছেন। রীতিমতো ভিমরি খেয়েও পড়ছেন। প্রশ্ন ওঠা সঙ্গত যে, সবাই কেন এমপি হতে চায়? নিশ্চয় এর সামাজিক-রাজনৈতিক-অর্থনৈতিক-সাংস্কৃতিক কারণ আছে। এ লেখা সেই কারণ তালাশের নিমিত্তে।