হরতাল-অবরোধ: বাড়তি দায়িত্বের মধ্যে বাড়তি খরচের বোঝা পুলিশের
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৩, ০৯:২৬
হরতাল ও অবরোধের মত রাজনৈতিক কর্মসূচিতে জনচলাচলসহ অনেক কিছুই সীমিত হয়ে পড়ে; সড়ক ফাঁকা পড়ে থাকলেও নানান অনিশ্চয়তা মোকাবিলায় দায়িত্ব বাড়ে আইনশৃঙ্খলা বাহিনীর, যাদের বড় অংশই পুলিশ।
জ্বালাও-পোড়াও আর সহিংসতার ঝুঁকি সামলানোর পাশাপাশি সতর্কতা ও নজরদারিতে নিয়মিত জনবলের বাইরে পুলিশ বাহিনীকে নিয়োগ করতে হয় বাড়তি সদস্য।
সরকার হটানোর এক দফা দাবিতে আন্দোলনে থাকা বিএনপি ও জামায়াতের চলমান হরতাল ও অবরোধেও সেই ধাক্কা সামলাতে মাঠে নামতে হয়েছে তাদের। মোড়ে মোড়ে, সড়কে সড়কে দায়িত্ব পালন করতে হয়েছে সকাল থেকে রাত পেরিয়ে ভোর পর্যন্ত।
গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ ঘিরে সংঘাত ছড়িয়ে পড়লে রণক্ষেত্রে পরিণত হয় কাকরাইল, নয়াপল্টন, রাজারবাগ এলাকা। সংঘর্ষে প্রাণ যায় এক পুলিশ কনস্টেবলের, আহত হন অনেকে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ১ সপ্তাহ আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে