You have reached your daily news limit

Please log in to continue


তেলের দাম বাড়াতে মরিয়া ওপেক, উৎপাদন আবার কমাতে পারে

সেপ্টেম্বর মাসের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ২০ শতাংশ কমে যাওয়ার কারণে ওপেক ও সহযোগী দেশগুলো এখন তেল সরবরাহ আরও কমানো হবে কি না, তা বিবেচনা করছে। চলতি মাসের শেষ দিকে ওপেক ও সহযোগী দেশগুলোর বৈঠকে এ নিয়ে আলোচনা হবে।

রয়টার্স জানিয়েছে, বিশ্ববাজারে তেলের দাম বাড়াতে এ বছর দফায় দফায় তেলের সরবরাহ কমিয়েছে ওপেক ও সহযোগী দেশগুলো। এর ফলে তেলের দাম বাড়তে শুরু করে এবং একপর্যায়ে তা প্রতি ব্যারেল ৯৮ ডলারে উঠে যায়। কিন্তু এরপর বিশ্ববাজারে চাহিদা কমে যাওয়া ও আগামী বছর বাজারে সরবরাহ বেড়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হওয়ায় তেলের দাম আবার কমতে শুরু করে। এখন তা প্রতি ব্যারেল ৭৯ ডলারে নেমে এসেছে।

২০২২ সালের শেষ ভাগে ওপেক ও সহযোগী দেশগুলো তেলের উৎপাদন কমাতে শুরু করে। এই প্রক্রিয়ায় সৌদি আরব, রাশিয়া ও অন্যান্য সহযোগী দেশগুলো বাজার থেকে দৈনিক ৫ দশমিক ১৬ মিলিয়ন বা ৫১ লাখ ৬০ হাজার ব্যারেল তেলের সরবরাহ প্রত্যাহার করে নেয়, যা দৈনিক বৈশ্বিক চাহিদার প্রায় ৫ শতাংশ। এর মধ্যে ওপেক ও সহযোগী দেশগুলো সম্মিলিতভাবে দৈনিক ৩ দশমিক ৬৬ মিলিয়ন বা ৩৬ লাখ ৬০ হাজার ব্যারেল সরবরাহ কমায় এবং বাকিটা কমায় সৌদি আরব ও রাশিয়া স্বতঃপ্রণোদিত হয়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন