You have reached your daily news limit

Please log in to continue


তরুণেরা কেন কথা বলতে ভয় পায়, ভোটও দিতে পারে না

সকালে অফিসে এসে কয়েকটি মেইল পেলাম চাকরিপ্রার্থী তরুণদের কাছ থেকে। তাঁদের উদ্বেগ আসন্ন বিসিএস পরীক্ষা নিয়ে। তাঁরা প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষার অপেক্ষায় আছেন। একজন লিখেছেন, ‘২৭ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ১৫ দিন ঢাকাসহ সারা দেশে ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষা হবে। কিন্তু বর্তমানে বিরোধী দলগুলোর টানা হরতাল-অবরোধ চলছে।

দেশের বিভিন্ন স্থানে বাস, ট্রাক ও ট্রেনে অগ্নিসংযোগের ঘটনাও ঘটছে। এ অবস্থায় ২৭ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত টানা পরীক্ষা নেওয়া কিংবা দেওয়ার পরিবেশ কি আছে? রাষ্ট্র কি আমাদের ওই দিনগুলোতে নিরাপত্তা দিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেবে? সরকার আমাদের নিরাপত্তা দিক অথবা স্বাভাবিক পরিবেশে অন্য সময়ে এই পরীক্ষার আয়োজন করুক।’

সকালে অফিসে এসে কয়েকটি মেইল পেলাম চাকরিপ্রার্থী তরুণদের কাছ থেকে। তাঁদের উদ্বেগ আসন্ন বিসিএস পরীক্ষা নিয়ে। তাঁরা প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষার অপেক্ষায় আছেন। একজন লিখেছেন, ‘২৭ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ১৫ দিন ঢাকাসহ সারা দেশে ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষা হবে। কিন্তু বর্তমানে বিরোধী দলগুলোর টানা হরতাল-অবরোধ চলছে।

দেশের বিভিন্ন স্থানে বাস, ট্রাক ও ট্রেনে অগ্নিসংযোগের ঘটনাও ঘটছে। এ অবস্থায় ২৭ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত টানা পরীক্ষা নেওয়া কিংবা দেওয়ার পরিবেশ কি আছে? রাষ্ট্র কি আমাদের ওই দিনগুলোতে নিরাপত্তা দিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেবে? সরকার আমাদের নিরাপত্তা দিক অথবা স্বাভাবিক পরিবেশে অন্য সময়ে এই পরীক্ষার আয়োজন করুক।’

এই প্রেক্ষাপটে আমরা সাম্প্রতিক একটি জরিপের দিকে তাকাতে পারি। বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি) ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পিস অ্যান্ড জাস্টিস সেন্টারের ‘‌ইয়ুথ ম্যাটার্স সার্ভে ২০২৩’ জরিপে দেখা যায়, শিক্ষিত তরুণদের প্রায় অর্ধেক বা ৪২ শতাংশ দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমাতে চান। অনিশ্চিত আর্থসামাজিক ও রাজনৈতিক ভবিষ্যৎ, দক্ষতা অনুযায়ী চাকরির বাজার তৈরি না হওয়া, গুণগত শিক্ষা ও প্রশিক্ষণের স্বল্পতা, উদ্ভাবন ও উদ্যোক্তা হওয়ার সুযোগের অভাব এবং ব্যক্তিগত নিরাপত্তা শঙ্কার কারণেই তাঁদের এ আগ্রহ।

দেশের আট বিভাগের ৫ হাজার ৬০৯ তরুণ-তরুণীর মধ্যে পরিচালিত এ জরিপে ৭৫ দশমিক ৫ শতাংশই দেশ ছাড়ার কারণ হিসেবে আর্থসামাজিক ও রাজনৈতিক ভবিষ্যতের অনিশ্চয়তাকে দায়ী করেছেন। ৫০ দশমিক ৯ শতাংশ তরুণ মনে করেন, তাঁদের যে দক্ষতা রয়েছে, দেশে সে অনুযায়ী চাকরি নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন