You have reached your daily news limit

Please log in to continue


গোঁয়ার্তুমি ছেড়ে মেসেজিংয়ে আধুনিক মনদণ্ডে আসছে অ্যাপল

আইফোন ও অ্যান্ড্রয়েড ডিভাইসের মধ্যে টেক্সট পাঠানোর অভিজ্ঞতা ‘আরও সহজ করার’ পরিকল্পনা করছে অ্যাপল।

বৃহস্পতিবার মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গের প্রতিবেদনে উঠে আসে, আগামী বছর থেকে নতুন ‘এক ধরনের’ মেসেজিং মানদণ্ড অনুসরণ করবে মার্কিন এই টেক জায়ান্ট।

ব্লুমবার্গের প্রতিবেদনে অ্যাপলের এই ‘আরও সহজ করার’ পরিকল্পনা এবং ‘এক ধরনের’ মেসেজিং মানদণ্ড মানে এমন নয় যে, তারা মেসেজিংয়ে নতুন কোনো উদ্ভাবন নিয়ে আসছে। নানা সুবিধাওয়ালা অ্যান্ড্রয়েডে ব্যবহৃত নতুন মেসেজিং প্রযুক্তিকেই অ্যাপল গ্রহন করছে কেবল।

গুগল ও অন্যান্য কোম্পানি ক্রমাগত চাপ দেওয়ার পরও ‘রিচ কমিউনিকেশন সার্ভিসেস (আরসিএস)’ নামে পরিচিত ওই মানদণ্ডে যোগ দেওয়া এক বছরের বেশি সময় ধরে পেছাচ্ছিল অ্যাপল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন