
কক্সবাজারে আন্দোলনে ঐক্যবদ্ধ বিএনপি, আওয়ামী লীগে অসন্তোষ
কক্সবাজার জেলা আওয়ামী লীগ চলছে সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায়। সম্মেলন হওয়ার দীর্ঘ ১১ মাসেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি। এ নিয়ে রয়েছে অসন্তোষ। জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে জেলার চারটি সংসদীয় আসনের প্রতিটিতে প্রতিদ্বন্দ্বিতার জন্য ইতিমধ্যে দলের একাধিক নেতা মাঠে নেমেছেন। ফলে দলীয় কোন্দল মাথাচাড়া দিয়েছে।
অন্যদিকে জেলা বিএনপির সম্মেলন হচ্ছে না এক যুগের বেশি সময় ধরে। তাতে দলীয় কোন্দল ও অসন্তোষ ছিল নেতা-কর্মীদের মধ্যে। তবে কয়েক মাস ধরে সরকার পতনের এক দফা আন্দোলন নিয়ে নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ হয়েছেন।