গাজায় আল-শিফা হাসপাতালে পানি ও অক্সিজেন ফুরিয়েছে
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র আল-শিফা হাসপাতালে পানি ও অক্সিজেন ফুরিয়ে গেছে। হাসপাতালটির পরিচালক জানিয়েছেন, সেখানে থাকা রোগীরা পানির জন্য কষ্ট পাচ্ছেন।
কিছুদিন ধরে গাজার আল-শিফা হাসপাতাল বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে রয়েছে। ইসরায়েলি বাহিনীর অভিযোগ, হামাসের সদস্যরা এই হাসপাতালকে গোপন ঘাঁটি হিসেবে ব্যবহার করছেন। এ জন্য হাসপাতালটিতে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। যদিও হামাস ও হাসপাতাল কর্তৃপক্ষ এ দাবি অস্বীকার করেছে।