You have reached your daily news limit

Please log in to continue


জন স্টুয়ার্টের শো বন্ধ কেন- মার্কিন সিনেটে তলব অ্যাপলকে

অ্যাপলের স্ট্রিমিং সেবায় রাজনৈতিক বিদ্রুপ শিল্পী জন স্টুয়ার্টের টিভি শো আকস্মিক বন্ধ করার কারণ জানতে চেয়ে প্রযুক্তি কোম্পানিটিকে ডেকে পাঠিয়েছে মার্কিন সিনেট।

বুধবার প্রকাশিত এক খোলা চিঠিতে মার্কিন আইনপ্রণেতারা এ নোটিশ জারি করেন, যেখানে স্টুয়ার্টের শো বন্ধ হয়ে যাওয়ার সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয় চীন বিষয়ে তার বানানো কনটেন্টকে।

গত মাসে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে আসে, ‘ক্রিয়েটিভ কনটেন্ট’ নিয়ে মত পার্থক্যের কারণে অ্যাপলের স্ট্রিমিং সেবায় স্টুয়ার্টের শো বন্ধ হয়ে যাচ্ছে। আর স্টুয়ার্ট তার নিজের কর্মীদের বলেছেন, তার শোতে চীন ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো বিষয় অ্যাপল নির্বাহীদের কাছে শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে।

অ্যাপলের স্ট্রিমিং সেবায় শো করার আগেই স্টুয়ার্টের ঝুলিতে যোগ হয়েছে ২২টি প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ড, দুটি গ্র্যামি অ্যাওয়ার্ড ও হিউমার বিষয়ে মার্কিন সরকারের সর্বোচ্চ সম্মাননা মার্ক টোয়েন প্রাইজ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন