বগুড়ার মহাস্থানে পাইকারিতে সবজির দাম কমে অর্ধেক
টানা অবরোধে বগুড়ার বৃহত্তম পাইকারি মোকাম মহাস্থান বাজারে এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম কমে গেছে। কোনো কোনো সবজির দাম এক সপ্তাহের ব্যবধানে অর্ধেক হয়ে গেছে। দাম কমে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। কৃষক, পাইকারি ব্যবসায়ী ও খুচরা বিক্রেতারা বলছেন, অবরোধের কারণে পণ্য সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় সবজির দামে নেতিবাচক প্রভাব পড়েছে।
এদিকে পাইকারি বাজারে সবজির দাম উল্লেখযোগ্য পরিমাণে কমলেও খুচরা বাজারে এখনো সবজির দাম চড়া। এ জন্য মধ্যস্বত্বভোগীদের দায়ী করছেন পাইকারি ব্যবসায়ীরা। দেশের সবজির অন্যতম বড় পাইকারি মোকাম মহাস্থান বাজারে গতকাল সোমবার শীতকালীন সবজির রেকর্ড সরবরাহ ছিল। কিন্তু সবজির কাঙ্ক্ষিত দাম পাননি বিক্রেতারা।
কৃষক ও পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, এক সপ্তাহ আগে মহাস্থান বাজারে প্রতি কেজি ফুলকপির পাইকারি দাম ছিল ৪৫ টাকা। গতকাল তা বিক্রি হয় ২৫-৩০ টাকায়। এক সপ্তাহ আগের ৪০ টাকা কেজির মুলার দাম অর্ধেক কমে ২০ টাকা এবং ৪০ টাকার বেগুন ২৫ টাকায় নেমেছে।