You have reached your daily news limit

Please log in to continue


রেমিট্যান্সে আরব আমিরাতকে পেছনে ফেলল যুক্তরাষ্ট্র

রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে বড় অবদান রেখে যাচ্ছেন প্রবাসীরা। সেই সঙ্গে দেশের রাজনৈতিক ইতিবাচক পরিবর্তনেও সহায়তা করছেন। জুলাই বিপ্লবের সময় স্বৈরাচার সরকারকে উত্খাত করতে প্রবাসীরা রেমিট্যান্স প্রেরণ ব্যাপকভাবে কমিয়ে দেন, আবার অন্তর্বর্তী সরকার আসার পর রেমিট্যান্স প্রেরণ বাড়িয়ে দেন তারা। এতে হাসিনার আমলে দুর্বল হয়ে পড়া দেশের অর্থনীতির ভীত আবার শক্তিশালী হতে শুরু করেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যাচ্ছে, দেশে প্রবাসী আয় প্রেরণকারী দেশ হিসেবে টানা তিন মাস ধরে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। গত আগস্টে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় আসা বেড়ে গেছে। তাতে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) পেছনে ফেলে সবচেয়ে বেশি প্রবাসী আয় প্রেরণকারী দেশের তালিকায় উঠে গেছে যুক্তরাষ্ট্র। দেশটি থেকে প্রবাসী আয় আসা ধারাবাহিকভাবে বাড়ছে।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর এই তিন মাসের প্রবাসী আয় সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। তাতে দেখা যায়, ওই তিন মাসে যুক্তরাষ্ট্র থেকে প্রায় ১৪০ কোটি মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা সংযুক্ত আরব আমিরাত বা ইউএই থেকে সেপ্টেম্বর থেকে নভেম্বর এই তিন মাসে প্রবাসী আয় এসেছে ৯৯ কোটি ডলার। প্রবাসী আয় প্রেরণের দিক থেকে শীর্ষ দশ দেশের তালিকায় এরপরে রয়েছে যথাক্রমে সৌদি আরব, মালয়েশিয়া, যুক্তরাজ্য, কুয়েত, ইতালি, ওমান, কাতার ও সিঙ্গাপুর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন