সাদা পোশাকধারীদের আতঙ্কে চারদিকে ভয়ের পরিবেশ: রিজভী

প্রথম আলো প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৩, ২৩:১৮

জনগণের শান্তিপূর্ণ আন্দোলন ঠেকাতে অতীতের মতো গুমের উৎসব শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রতিটি শহরে এখন সাদা পোশাকধারীদের আতঙ্কে চারদিকে ভয়ার্ত পরিবেশ বিরাজ করছে।


আজ রোববার বিকেলে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, দিন–রাত কালো কাচ ঘেরা মাইক্রোবাস নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে। ছোঁ মেরে তুলে নিচ্ছে গণতন্ত্রকামীদের। তাদের হাত থেকে সাধারণ মানুষও রেহাই পাচ্ছে না।


বিএনপির এই নেতার অভিযোগ, আন্দোলনরত বিরোধীদলীয় নেতা-কর্মীদের না পেলে তাঁদের মা–বাবা, সন্তান, ভাই-বোন এবং আত্মীয়স্বজনদেরও ধরে নিয়ে অদৃশ্য করে রাখছে। তুলে নিয়ে গিয়ে অস্বীকার করা হচ্ছে। কোথাও কোথাও জঙ্গী-সন্ত্রাসীদের মতো জিম্মি করে মুক্তিপণ আদায় করছে র‍্যাব-পুলিশ। রিজভী আরও বলেন, তুলে নিয়ে গিয়ে বন্দী অবস্থায় অনেককে কোমর থেকে পায়ের তালু অবধি হাতুড়িপেটা করে অচল করে দেওয়া হচ্ছে। গুলি করে পঙ্গু করে দেওয়া হচ্ছে, যা চরম মানবতাবিরোধী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও