কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


বাসের যাত্রীদের ছবি তুলে রাখার নির্দেশনা ডিএমপির

বিএনপিসহ তার মিত্রদের ডাকা অবরোধ কর্মসূচিতে অগ্নিসন্ত্রাস প্রতিরোধে পরিবহন মালিক-শ্রমিকদের স্টপেজগুলোতে বাসের ও যাত্রীদের ছবি তুলে রাখাসহ ১০টি নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার সন্ধ্যায় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সমকালকে এ তথ্য জানিয়েছেন।

ডিএমপির নির্দেশনার মধ্যে রয়েছে— স্টপেজগুলোতে বাসের ও যাত্রীদের ছবি তুলে রাখতে হবে; স্টপেজ ছাড়া যাত্রী ওঠানামা করানো যাবে না; বাসে থাকা যাত্রীদের বাসের সহকারী সচেতন করবে; রাতে বিচ্ছিন্নভাবে বাস পার্কিং না করে কোনো উন্মুক্ত স্থানে একত্রে একাধিক বাস রেখে নিজস্ব প্রহরার মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে; চালক ও সহকারী কখনই একই সঙ্গে গাড়ি রেখে খেতে বা বিশ্রামে যাবে না; ইতোমধ্যে নাশকতাকারীর তথ্য প্রদানকারীর জন্য বিশেষ পুরস্কার ঘোষণা করা হয়েছে; সহকারী ছাড়া চালককে একা গাড়ি চালাতে দেওয়া যাবে না; রাতে গাড়ির মধ্যে ঘুমানো যাবে না, অন্তত একজনের মাধ্যমে হলেও প্রহরার ব্যবস্থা করতে হবে; বাসের দুটো দরজা থাকলে পেছনের দরজা অবশ্যই বন্ধ রাখতে হবে এবং মালিক পক্ষ থেকে চালক ও সাহকারীদের অবশ্যই নিরাপত্তা সংক্রান্তে নির্দেশনা প্রদান করতে হবে। এ ছাড়া যাত্রীদের জন্য সর্তকর্তামূলক স্টিকার বাসে লাগিয়ে দিতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন