ইসরায়েলের আগ্রাসনের তীব্রতা বাড়ানোয় যুদ্ধ ছড়িয়ে পড়া অনিবার্য হয়ে উঠছে: ইরান
ইসরায়েল গাজায় যে মাত্রায় আগ্রাসন চালাচ্ছে, তাতে এই যুদ্ধ ছড়িয়ে পড়াটা অবশ্যম্ভাবী হয়ে উঠছে বলে মনে করছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরআবদুল্লাহিয়ান কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জসিম আল থানির সঙ্গে টেলিফোন কথোপকথনে এ অভিমত দিয়েছেন। আজ শুক্রবার ইরানের প্রেস টিভির এক খবরে এ কথা বলা হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গাজার বেসামরিক বাসিন্দাদের বিরুদ্ধে যুদ্ধের তীব্রতা যে মাত্রায় বাড়ানো হয়েছে, তাতে যুদ্ধ বিস্তৃত হওয়ার সুযোগ অনিবার্য হয়ে উঠেছে।’
এই যুদ্ধের ‘অনিবার্য বিস্তৃতি’ বলতে তিনি আসলে কী বুঝিয়েছেন, তা স্পষ্ট নয়। আগের দিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে আমিরআবদুল্লাহিয়ান বলেন, গাজার নারী ও শিশুদের ওপর গণহত্যা চালিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইহুদি রাষ্ট্রটির অপরাধী, সহিংস ও আগ্রাসী চেহারা তুলে ধরছেন।