টিকটকের ক্রিয়েটর ফান্ডের মাধ্যমে আয়ের সুযোগ বন্ধ হচ্ছে, তবে..
প্রথম আলো
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৩, ১৬:৪৭
নির্মাতাদের আয়ের সুযোগ দিতে ২০২০ সালে ক্রিয়েটর ফান্ড চালু করে টিকটক। ১০০ কোটি ডলারের এই ফান্ডের মাধ্যমে আয়ের পরিমাণ কম হওয়ায় দীর্ঘদিন ধরেই অসন্তুষ্ট ছিলেন নির্মাতারা। আর তাই এ বছরের শুরুতে ‘ক্রিয়েটিভিটি প্রোগ্রাম’ নামের নতুন কর্মসূচি চালু করে টিকটক। এবার নতুন কর্মসূচিকে জনপ্রিয় করতে নিজেদের ক্রিয়েটর ফান্ড বন্ধের সিদ্ধান্ত নিয়েছে টিকটক।
টিকটকের তথ্যমতে, ক্রিয়েটিভিটি প্রোগ্রামকে গুরুত্ব দিতেই ক্রিয়েটর ফান্ড বন্ধ করা হচ্ছে। আগামী ১৬ ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিতে ফান্ডটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। ক্রিয়েটর ফান্ডের সঙ্গে যুক্ত নির্মাতারা চাইলেই ক্রিয়েটিভিটি প্রোগ্রামের সঙ্গে যুক্ত হতে পারবেন। ক্রিয়েটিভিটি প্রোগ্রামের শর্ত পূরণ করলে ২০ গুণ বেশি অর্থ আয় করতে পারবেন নির্মাতারা।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে