ভিন্নতা দেখাতে ‘কোকেনের রেসিপি’ দিলো মাস্কের এআই চ্যাটবট
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৩, ১৫:২৫
ইলন মাস্কের নতুন এআই চ্যাটবট গ্রক যে ‘বিদ্রোহী’, তার প্রমাণ দিতে কোকো পাতা থেকে কোকেন তৈরির রেসিপি শেয়ার করেছেন মার্কিন এই ধনকুবের।
এ সপ্তাহান্তে নিজের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা উন্মোচন করেছেন এক্স ও টেসলার মালিক মাস্ক। তার দাবি, এ চ্যাটবটের সহায়তায় সামাজিক মাধ্যম এক্স-এ রিয়েলটাইম ডেটায় প্রবেশের সুযোগ মেলে। আর এটি ওপেনএআইয়ের চ্যাটজিপিটি ও গুগলের বার্ড থেকেও উন্নত।
“এক্স-এর মাধ্যমে রিয়েলটাইমেই বিভিন্ন তথ্যে প্রবেশের সুবিধা দেয় গ্রক। আর এটা অন্যান্য এআই মডেলের তুলনায় বড় অগ্রগতি।” --বলেন মাস্ক।
“এর মধ্যে ভিত্তিও রয়েছে। আর এটি বিদ্রুপও পছন্দ করে। এটা কীভাবে সম্ভব হল, সে সম্পর্কে আমার ধারণা নেই।” --একটি ‘শ্রাগ’ ইমোজি ও ‘হাসতে হাসতে চোখে পানি’র ইমোজি দিয়ে পোস্টে উল্লেখ করেন মাস্ক।