পৌষের শীতে ভোটের উত্তাপ, কেমন থাকবে আবহাওয়া?
নির্বাচন যে সময়টায় দ্বাদশ সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে, বাংলাদেশে তখন থাকবে ভরা পৌষ মাস।
জানুয়ারির শুরুতে ওই সময়টায় শীত আর কুয়াশার দাপট থাকবে বলেই আভাস দিচ্ছে আবহাওয়া অফিস।
বিশেষ করে উত্তরাঞ্চলের কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা তখন ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসেও নামতে পারে।
সংবিধানের নিয়ম অনুযায়ী ২৯ জানুয়ারির মধ্যে নির্বাচন করতে হবে নির্বাচন কমিশনকে। সেই কাজটা ইসি জানুয়ারির প্রথম সপ্তাহেই সেরে ফেলতে চায়।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচনের সময় আবহাওয়া কেমন থাকতে পারে, সেই পূর্বাভাস তারা ইতোমধ্যে আন্তঃমন্ত্রণালয় সভায় উপস্থাপন করেছেন। পাশাপাশি প্রতি ১০ দিনের পূর্বাভাসও তারা ইসিকে সরবরাহ করবেন।
“সভায় আমরা বলেছি, ইতোমধ্যে শীত শীত ভাব শুরু হয়েছে। ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম ভাগ পর্যন্ত উত্তরাঞ্চলে তীব্র শীত এবং উত্তর ও মধ্যাঞ্চলে ঘন কুয়াশা থাকতে পারে অনেক এলাকায়।”