বিশ্বকাপের ম্যাচে ফের হেলমেট বিভ্রাট, পরে যা ঘটল
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৩, ১৮:৪২
দুদিন আগেই হেলমেট বিভ্রাটে পড়ে ইতিহাসের প্রথম টাইমড আউট হয়েছিলেন শ্রীলঙ্কার ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউস। হেলমেটের স্ট্রাইপ বাঁধতে গিয়ে ছিঁড়ে ফেলেছিলেন। সেই হেলমেট বদলাতে গিয়ে নিয়েছিলেন অতিরিক্ত সময়। পরে সবাইকে অবাক করে দিয়ে সাকিব তার বিরুদ্ধে টাইমড আউটের আবেদন জানালে সাড়া দেন আম্পায়ার। কোনো বল না খেলেই ক্রিজ ছাড়তে হয় ম্যাথিউসকে।
সেই আউট নিয়ে বিতর্ক না থামতেই আবারও দেখা গেল সেই একই বিভ্রাট। বুধবার নেদারল্যান্ডসের বিপক্ষে ইংল্যান্ড ইনিংসের ৩৬তম ওভারের দ্বিতীয় বলে আরিয়ান দত্তের বলে আউট হন মঈন আলী। তৃতীয় বল খেলতে নামেন ক্রিস ওকস।
কিন্তু মাঠে নেমেই তিনি বুঝতে পারলেন, হেলমেটে সমস্যা আছে তার। সাকিবের সেই শিক্ষা থেকেই কি না, ক্রিস ওকস সোজা চলে গেলেন আম্পায়ার এহসান রাজার কাছে। জানালেন নিজের সমস্যার বৃত্তান্ত।
- ট্যাগ:
- খেলা
- ক্রিকেট
- বিশ্বকাপ ক্রিকেট
- ক্রিকেট ম্যাচ