
সরকার পতনের আন্দোলন: গ্রেপ্তার হচ্ছেন পরিবারের সদস্যরাও
ডেইলি স্টার
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৩, ১৫:৩০
বিএনপির ২৮ অক্টোবরের সমাবেশ ঘোষণার পরপরই, গ্রেপ্তার এড়াতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নারায়ণগঞ্জ শাখার সদস্য সচিব সালাউদ্দিন সালো তার বাড়ি ছেড়ে চলে যান।
পরিবারের সদস্যরা জানান, পাঁচ দিন পর ২ নভেম্বর রাতে ২৮ অক্টোবর কাঁচপুর এলাকায় ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তারে গোয়েন্দা ও স্থানীয় পুলিশ কাঁচপুর ইউনিয়নের সেনপাড়া এলাকায় সালাউদ্দিনের বাড়িতে যায়।
সালাউদ্দিন বাড়িতে না থাকায় এরপর পুলিশ সালাউদ্দিনের শ্বশুরবাড়ি বেহাকৈর গ্রামে যায়। যেখানে তার শ্বশুর ইসহাক ভূঁইয়া (৬৫) বসবাস করেন।
এরপর পুলিশ কাঁচপুর এলাকায় সালাউদ্দিনের শ্বশুর ইসহাকের ইলেকট্রনিক্সের দোকানে গিয়ে তাকে গ্রেপ্তার করে। পরিবারের সদস্যরা জানান, গত ৫ নভেম্বর কারাগারে বাবার সঙ্গে দেখা করতে গেলে তার দুই ছেলেকেও পরদিন একই মামলায় গ্রেপ্তার করা হয়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর, ১ মাস আগে