![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-11%252F1900cf4f-50a7-4d7b-8347-9a0b137f6f47%252FiPhone.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D640)
ব্লুটুথ দিয়ে আইওএস ১৭ অপারেটিং সিস্টেমে হামলা, অচল হচ্ছে আইফোন
প্রথম আলো
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৩, ২৩:১৭
আইওএস ১৭ অপারেটিং সিস্টেমে চলা আইফোনে তারহীন ব্লুটুথ ব্যবহার করে ফ্লিপার জিরো নামের যন্ত্র যুক্ত করে সাইবার হামলা চালাচ্ছে হ্যাকাররা।
ব্লুটুথে ফ্লিপার জিরো যুক্ত হয়ে গেলেই আইফোন বন্ধ হয়ে যাচ্ছে (ক্র্যাশ)। এরপর ব্যবহারকারী আর ফোনটি ব্যবহার করতে পারছেন না। সাইবার নিরাপত্তা–গবেষক জেরোইন ফন ডের হ্যাম এ হামলা শনাক্ত করেছেন।