দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে ভারতের আটে আট
কুলদিপ ইয়াদাভের গুগলিতে এলোমেলো হয়ে গেল লুঙ্গি এনগিডির স্টাম্প। দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের প্রতীকী চিত্রও ধরে নেওয়া যায় এটিকে। বড় লক্ষ্য তাড়ায় দাঁড়াতেই পারলেন না প্রোটিয়া ব্যাটসম্যানরা। ভিরাট কোহলির রেকর্ড ছোঁয়া শতকের পর রবীন্দ্র জাদেজার দারুণ বোলিংয়ে বিশ্বকাপে জয়যাত্রা অব্যাহত রাখল ভারত।
কলকাতার ইডেন গার্ডেন্সে রোববার ভারতের জয় ২৪৩ রানে। ৩২৬ রানের পুঁজি গড়ে প্রতিপক্ষকে স্রেফ ৮৩ রানে গুটিয়ে দিয়েছে স্বাগতিকরা।
ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার যৌথভাবে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর এটি। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে দুবার ৮৩ রানে অল আউট হয়েছিল তারা ২০০৮ ও ২০২২ সালে। আর ১৯৯৩ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৯ রান প্রোটিয়াদের সর্বনিম্ন।