ঈশ্বরদীতে এবার পুলিশের গাড়িতে হামলা ও ককটেল নিক্ষেপ
পাবনার ঈশ্বরদী উপজেলায় পুলিশের গাড়ি লক্ষ্য করে বিএনপি নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ করা হয়। এর আঘাতে পুলিশের গাড়ির কাচ ভেঙে গেছে। এ সময় দুটি গুলির আওয়াজও শোনা যায় বলে জানিয়েছেন স্থানীয় মানুষেরা। তবে পুলিশ গুলির ঘটনা স্বীকার করেনি।
বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিন রোববার সন্ধ্যায় উপজেলা সদরের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। তবে ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যা সাতটার দিকে দুই থেকে আড়াই শ যুবক লাঠিসোঁটা নিয়ে রেলগেট এলাকায় হাজির হন। তাঁরা সেখানে কাগজ ও টায়ারে আগুন লাগিয়ে অবরোধ সৃষ্টির চেষ্টা করেন। খবর পেয়ে থানা-পুলিশের একটি দল সেখানে হাজির হয়। পুলিশের গাড়িটি ঘটনাস্থলে পৌঁছামাত্র গাড়িটি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ শুরু হয়। এ সময় পাঁচটি ককটেল বিস্ফোরণ ও দুটি গুলির শব্দ পাওয়া যায়। এর মধ্যে একটি ককটেল পুলিশের গাড়িতে লেগে গাড়ির কাচ ক্ষতিগ্রস্ত হয়। পরে পুলিশ পাল্টা ধাওয়া দিলে উপস্থিত যুবকেরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী ও পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়।