You have reached your daily news limit

Please log in to continue


টিকটকে ‘বেশি লাইক পায়’ যৌন বৈষম্যপূর্ণ কমেন্ট: গবেষণা

টিকটকের ভিডিও’তে দায়িত্বশীল কমেন্টের চেয়ে ‘সেক্সিস্ট’ কমেন্ট বেশি জনপ্রিয়, আর এসব কমেন্ট পুরুষরাই বেশি করেন বলে উঠে এসেছে এক  গবেষণায়।

যুক্তরাজ্যে আয়োজিত ‘সাইকোলজিকাল সোসাইটি’স সাইবারসাইকোলজি সেকশন কনফারেন্স’-এর তথ্য অনুসারে, টিকটকে প্রতিটি সেক্সিস্ট কমেন্ট গড়ে ছয়শ’র বেশি লাইক পেয়েছে, যেখানে ‘নন-সেক্সিস্ট’ কমেন্ট পেয়েছে কেবল ৩৭৫টি লাইক।

সামাজিক মাধ্যমটির তথাকথিত চারটি ‘চ্যালেঞ্জ ভিডিও’ বিশ্লেষণ করে দেখা গেছে, প্ল্যাটফর্মে সাধারণ কমেন্টের তুলনায় সেক্সিস্ট কমেন্টে সম্পৃক্ততা ৬০ শতাংশ বেশি।

এ গবেষণার নেতৃত্ব দেওয়া ড. জেনাভি ব্রাউন বলেন, পুরুষের তুলনায় নারীদের ভিডিও’তে সেক্সিস্ট কমেন্টের প্রবণতা বেশি। আর এমন মন্তব্যে পোস্টদাতার ওপর মানসিক প্রভাব পড়ার ঝুঁকিও রয়েছে।

“সেক্সিস্ট কমেন্টে সাধারণ কমেন্টের চেয়ে বেশি লাইক পড়ার ঘটনা আমাদের চমকে দিয়েছে। আমদের ধারণা ছিল, ব্যবহারকারীরা এমন বৈষম্যমূলক মন্তব্যে লাইক না দিয়ে বরং এর নিন্দা করবেন। অথচ, এর বিপরীত চিত্রই দেখা গেছে গবেষণায়।” --বলেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন