সেমিতে উঠতে কার কী সমীকরণ?
বিশ্বকাপের শেষ চারের দুইটি স্থান আগেই নিশ্চিত করে ফেলেছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। বাকি দুই স্পটের জন্য লড়াই চলছে চার দলের মধ্যে। যেখানে কিছুটা হলেও সুবিধাজনক অবস্থানে অস্ট্রেলিয়া। সেমিফাইনালের তৃতীয় স্থানটা তাদের জন্য অনেকটা নির্ধারিত ধরাই যায়। বাকি থাকা একটি স্পটেই মূলত জায়গা নিশ্চিতের জন্য চেষ্টা চালাচ্ছে পাকিস্তান, নিউজিল্যান্ড এবং আফগানিস্তান।
একনজরে দেখে নেওয়া যাক চার দলের মধ্যে কে কোন সমীকরণ মেলাবে বিশ্বকাপের শেষ সময়ে এসে।
ফেবারিটের আসনে অস্ট্রেলিয়া
সবচেয়ে সহজ অবস্থায় আছে অস্ট্রেলিয়া। পরের দুই ম্যাচের মধ্যে যেকোন একটিতেই জিতলেই নিজেদের নিরাপদ ভাবতে পারে রেকর্ড ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। শনিবার ইংল্যান্ডের সঙ্গে ম্যাচের পর তুলনামূলক সহজ প্রতিপক্ষ বাংলাদেশ এবং আফগানিস্তান। সেমির আশা তাই খুব সহজেই করতে পারে প্যাট কামিন্সের দল। এমনকি দুই ম্যাচ হেরেও নিজেদের রানরেটের কারণে শেষ চারে চলে যাবে অজিরা।