![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-11%252F908fc938-b0aa-46d6-a8d9-f112fd34bbe0%252FGazipur_DH0716_20231104_Sreepur_Giraffe_1.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D640)
সাফারি পার্কে ক্যানসার আক্রান্ত জিরাফের মৃত্যু, জানা গেল দুই সপ্তাহ পর
গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অসুস্থ একটি জিরাফের মৃত্যু হয়েছে। গত ২০ অক্টোবর জিরাফটি মারা গেলেও আজ শনিবার বন বিভাগের মাধ্যমে বিষয়টি জানাজানি হয়।
সাফারি পার্ক-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, মারা যাওয়া জিরাফটি স্ত্রী। ২০২১ সাল থেকে জিরাফটি অসুস্থ ছিল। ক্যানসারে আক্রান্ত হয়ে জিরাফটির শরীরের পেছনের অংশে ক্ষত তৈরি হয়। একপর্যায়ে শরীরে পচন ধরে। অসুস্থ অবস্থায় জিরাফটিকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
- ট্যাগ:
- বাংলাদেশ
- জিরাফ
- বণ্য প্রাণীর মৃত্যু