গাজীপুর-আশুলিয়ায় বন্ধ পোশাক কারখানার সংখ্যা ৪২১
শ্রমিক আন্দোলনের মুখে গাজীপুর ও আশুলিয়ায় তৈরি পোশাক কারখানা বন্ধের সংখ্যা বেড়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে শিল্পাঞ্চলের পরিস্থিতি প্রায় স্বাভাবিক থাকলেও গাজীপুর ও আশুলিয়ায় কমপক্ষে ৪২১টি কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে অর্ধেক কারখানা গত মঙ্গলবার থেকে বন্ধ।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) সারেয়ার আলম প্রথম আলোকে বলেন, জানা মতে, আজ গাজীপুর শহরের আশপাশের এলাকা ছাড়াও কোনাবাড়ি, কাশিমপুর ও কালিয়াকৈরে ৩৮৬টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। কারখানা বন্ধের সংখ্যা আরও বেশি হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
অন্যদিকে শিল্প পুলিশ-১–এর (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম প্রথম আলোকে বলেন, ‘৩০ থেকে ৩৫টি পোশাক কারখানার ছুটির নোটিশ পেয়েছি আমরা। আবার কিছু কারখানায় আজ সকালে কাজ শুরু হলেও পরে ছুটি ঘোষণা করা হয়েছে।’