টাকা পে কার্ডের গ্রহণযোগ্যতা নিয়ে সংশয়

www.ajkerpatrika.com প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৩, ১১:৫৮

টাকা পে কার্ডের ব্যবহারের গ্রহণযোগ্যতা ও ডলার সাশ্রয়ের লক্ষ্য অর্জন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এই কার্ড বিদেশে ব্যবহারে চুক্তি, শর্ত ও প্রতিযোগিতায় টিকে থাকার বিষয়টি গুরুত্বপূর্ণ হলেও সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। পাশাপাশি টাকা পে কার্ড ব্যবস্থাপনায় দক্ষতা আছে কিনা তাও জানা যায়নি। উদ্বোধন হলেও এই কার্ড কবে সাধারণভাবে ব্যবহার করতে পারবে, সে বিষয়ে কিছু জানায়নি কেন্দ্রীয় ব্যাংক।


বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ডলার সাশ্রয়ের লক্ষ্যে প্রাথমিকভাবে অভ্যন্তরীণ ব্যবহারের জন্য টাকা পে কার্ড উদ্বোধন করা হয়েছে। দেশে সফলভাবে চালু হতে সময় লাগবে। দেশে ও বিদেশে গ্রহণযোগ্যতা এবং প্রতিযোগিতায় কীভাবে টিকে থাকবে, তা নিয়ে বাংলাদেশ ব্যাংকের সুনির্দিষ্ট বক্তব্য নেই। মানুষ টাকা পে কার্ড ব্যবহারে আগ্রহ দেখাবে কি না, সেটি নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আবার অন্যান্য কার্ডের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকবে কি না, সেটিও সামনের দিনে দেখার বিষয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও