কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অবরোধের প্রথম দিনে পণ্য পরিবহনে কিছুটা ধীর গতি

ডেইলি স্টার চট্টগ্রাম বন্দর প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৩, ১৩:৪৩

বিএনপি ও জামায়াতে ইসলামীর তিন দিনের অবরোধের প্রথম দিনে গতকাল মঙ্গলবার বেসরকারি কন্টেইনার ডিপো (আইসিডি) ও চট্টগ্রাম বন্দরের মধ্যে পণ্য পরিবহন খানিকটা বিঘ্নিত হয়।


চট্টগ্রাম বন্দরের জেটিতে পণ্য উঠা-নামা স্বাভাবিকভাবে চললেও বন্দর ইয়ার্ড থেকে পণ্য সরবরাহে ধীর গতি ছিল।


চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সচিব মো. ওমর ফারুক দ্য ডেইলি স্টারকে বলেন, 'জেটিতে নোঙর করা ১৪ জাহাজের কার্গো ও কন্টেইনার উঠা-নামা কার্যক্রম স্বাভাবিক গতিতে চলেছে।'


তিনি আরও বলেন, 'গতকাল সকালে পণ্য নেওয়ার জন্য বন্দরে আসা যানবাহনের সংখ্যা স্বাভাবিকের তুলনায় কিছুটা কম থাকলেও পরে তা বেড়ে যায়।'


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ক্লিয়ারিং ও ফরওয়ার্ডিং এজেন্টরা গতকাল বিকেল ৪টা পর্যন্ত আমদানি পণ্যের প্রায় দুই হাজার একক কনটেইনার ডেলিভারি নেওয়ার জন্য অ্যাসাইনমেন্ট জমা দেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও