You have reached your daily news limit

Please log in to continue


উত্তরা-মতিঝিল মেট্রোরেল চলবে দিনে ৪ ঘণ্টা

আগামী ৪ নভেম্বর মেট্রোরেল আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন দুপুর আড়াইটায় উদ্বোধন করবেন। পরদিন উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত চালু হবে মেট্রোরেল। তবে শুরুতে শুধু চার ঘণ্টা চলবে এই পথে। আর স্টেশন খোলা থাকবে তিনটি। আস্তে আস্তে সময় ও স্টেশন বাড়ানো হবে। 

আজ বুধবার রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে মেট্রোরেলের কার্যালয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এসব তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, ‘৪ নভেম্বর উদ্বোধনের জন্য ওই দিন বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল। ৫ নভেম্বর থেকে আবার চালু হবে। উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী একটি ট্রেন উদ্বোধন করবেন আর পরের ট্রেনে চড়ে মতিঝিল যাবেন। সেখানে এমআরটি নর্দার্ন রুটের কাজের উদ্বোধন করবেন। একই সঙ্গে এমআরটি ৫-এর ফলক উন্মোচন করবেন।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন