শ্রমিক আন্দোলন নিয়ে গুজব ছড়ানো হয়েছে : ডিসি জসিম
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৩, ১৭:৩৬
মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে নিয়ে গুজব ছড়ানো হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জসিম উদ্দিন।
মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে রাজধানীর মিরপুরের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে কালশী রোডে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জসিম উদ্দিন বলেন, সারা দেশে গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির বিষয়ে দুই একদিনের মধ্যে একটি সিদ্ধান্ত আসবে। বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা সড়কে নেমেছে। আমরা বলেছি তোমাদের শ্রম মন্ত্রণালয় ও শ্রম অধিদপ্তর আছে, বিজিএমই একটি সিদ্ধান্ত নেবে। শ্রমিকরা এখন পুরোপুরি সিনেমা হলের সামনের রাস্তায় অবস্থান করছে। হয়ত তারা চলে যাবে।