![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2023/10/online/photos/apuna12-samakal-6540a93015736.jpg)
নার্ভাস হওয়ার কোনো কারণ দেখছিনাঃঅরুণা বিশ্বাস
সমকাল
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৩, ১৩:৩২
নার্ভাস হওয়ার তো কারণ দেখছি না।আগে ক্যামেরার সামনে কাজ করেছি,এবার সামনে-পেছনে দুই জায়গাতেই কাজ করলাম;পার্থক্য শুধু এইটুকুই।তবে ভীষণ রকম আশাবাদী।
এসিনেমার প্রত্যেকেই যেভাবে দায়িত্ব নিয়ে কাজ করেছি ,তাতে আমি মুগ্ধ এবং প্রচুর আশাবাদী।তাদের পরিশ্রম বিফলে যাবেনা।দর্শক সিনেমাটি গ্রহণ করবেন।
সিনেমাটিতে দর্শক গ্রহণ করার মতো এমন কী রয়েছে?
এক কথায় বলতে গেলে সবই রইয়েছে এ সিনেমায়।সবচেয়ে বেশি যা রয়েছে,তা হচ্ছে সবার আশীর্বাদ।একঝাঁক দক্ষশিল্পী ও কলাকুশলীর পরিশ্রম এবং সুন্দর গল্প।