পুলিশের বিশেষ শাখার সদস্য মাদক মামলায় গ্রেপ্তার

প্রথম আলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৩, ২১:৩৪

পুলিশের বিশেষ শাখার (এসবি) এক সদস্যকে মাদকের মামলায় গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সাড়ে চার হাজার ইয়াবা বড়ি উদ্ধারসংক্রান্ত মামলায় গত শনিবার ঢাকার মালিবাগ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই দিনই তাঁকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে ডিএনসি। তবে ওই দিন শুনানি না করে আদালত তাঁকে কারাগারে পাঠিয়ে দেন।


মামলার নথি ও আদালতের সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই এসবি সদস্যের নাম আজহার আলী (৩৮)। তিনি এসবির সহকারী উপপরিদর্শক (এএসআই)। শুক্রবার সকালে মোহাম্মদপুরের একটি ভবনের ছাদে নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিবিএনের তিন সদস্যের কাছে একটি ব্যাগ রেখে যান আজহার। তিনি গ্রামের বাড়িতে যাওয়ার কথা বলে ব্যাগটি রেখে গিয়েছিলেন। ডিএনসির সদস্যরা ওই ব্যাগ তল্লাশি করে সাড়ে চার হাজার ইয়াবা উদ্ধার করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও