এবার টুইটারে পাওয়া যাবে প্রিয়জন!
আগামী বছরের মধ্যেই মাইক্রো ব্লগিং সাইট এক্স বা টুইটারকে ‘পুরোপুরি ডেটিং সাইট’ হিসেবে প্রতিষ্ঠিত করবেন ইলন মাস্ক। গত নভেম্বরে টুইটার অধিগ্রহণের পর থেকেই প্ল্যাটফর্মকে ঘিরে তিনি নতুন নতুন উদ্যোগ নিয়েছেন। টুইটারের লোগো পরিবর্তন, সাবস্ক্রিপশন, নতুন নীতিমালা ছাড়াও অনেক কাজ করছেন এই ধনকুবের।
টুইটারের ডেটিং অ্যাপও আসবে। যেখানে টিন্ডারের মত ফিচারও থাকবে বলে জানিয়েছেন এক্স প্রধান। ব্যবহারকারীদের মাঝে ডেটিং অ্যাপের ভালো চাহিদা রয়েছে বলেই ইলন মাস্ক টুইটারে এমন সুবিধা যোগ করবেন।
বিজনেস ইনসাইডার এক প্রতিবেদনে জানিয়েছে, সময়ের চাহিদা মতোই নানা ফিচার আনতে চান মাস্ক। তাই ডিজিটাল ব্যাংকিং বা ডেটিং অ্যাপ সবকিছুই এক ছাতার নিচে আনতে চাইছে এক্স। শুক্রবার থেকেই এক্স প্ল্যাটফর্মে নতুন একটি সাবস্ক্রিপশন প্ল্যান এসেছে। প্রিমিয়াম প্লাস নামের এই প্ল্যানে বিজ্ঞাপন ছাড়াই সব সুবিধা পাওয়া যাবে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ডেটিং অ্যাপ
- টুইটার