আর্থিক অন্তর্ভুক্তির ব্যাংকিং সেবা চালুর নির্দেশনা

যুগান্তর প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৩, ১৫:৫৭

আর্থিক অন্তর্ভুক্তির বিষয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোকে চালু করতে হবে আকর্ষণীয় নতুন নতুন ব্যাংকিং সেবার উপকরণ। এর মাধ্যমে দেশের সব শ্রেণির মানুষের মধ্যে পৌঁছে দিতে হবে ব্যাংকিং সেবা। এ সেবার গুণগত মান বাড়াতে ব্যাংকের কর্মীদেরও আর্থিক অন্তর্ভুক্তির বিষয়ে বিশেষভাবে প্রশিক্ষিত করতে হবে। 


একই সঙ্গে এ বিষয়ে সব ধরনের তথ্য নির্ধারিত সময়ের মধ্যে পাঠাতে হবে কেন্দ্রীয় ব্যাংকে। এখন থেকে আর্থিক অন্তর্ভুক্তির বিষয়ে ব্যাংকের অবদান সামগ্রিকভাবে তাদের ক্যামেল রেটিংয়ে প্রতিফলিত হবে।   


এ বিষয়ে রোববার কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি সার্কুলার বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়, ব্যাংকগুলোকে প্রতি ছয় মাস পর পর আর্থিক অন্তর্ভুক্তির বিষয়ে সব ধরনের তথ্য কেন্দ্রীয় ব্যাংকে পাঠাতে হবে। এর মধ্যে জানুয়ারি থেকে জুন এবং জুলাই থেকে ডিসেম্বর ষান্মাসিক ভিত্তিতে তথ্য পাঠাতে হবে। এজন্য প্রতিটি ব্যাংকে একজন ফোকাল পয়েন্ট কর্মকর্তা নিয়োগ করতে হবে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও