![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-10%252F35fa74da-2f3a-4696-9b7f-2f555c3e6fda%252FBGB.jpeg%3Fauto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D640)
রাজধানীতে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন
প্রথম আলো
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৩, ২২:১০
বিএনপির ডাকা কাল রোববারের হরতাল সামনে রেখে জনসাধারণের নিরাপত্তায় আজ শনিবার রাতেই রাজধানীতে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ শনিবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
শরিফুল ইসলাম বলেন, রমনায় এক প্লাটুন, মতিঝিলে দুই প্লাটুন ও পল্টনে দুই প্লাটুন বিজিবি টহলে থাকবে। এ ছাড়া সচিবালয়ে দুই প্লাটুন ও প্রধান বিচারপতির বাসভবনের সামনে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।