এক দিনে রেকর্ড ধার দিল কেন্দ্রীয় ব্যাংক

সমকাল প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৩, ১৫:৪২

তারল্য সংকটে থাকা বিভিন্ন ব্যাংককে গত বুধবার রেকর্ড ২৪ হাজার ৪৫৫ কোটি টাকা স্বল্পমেয়াদি ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে এক দিনে কেন্দ্রীয় ব্যাংক থেকে এত ধার দেওয়ার নজরি নেই। আগের দিন মঙ্গলবার যার পরিমাণ ছিল ১৬ হাজার ৯১ কোটি টাকা। সব মিলিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকগুলোর ধারের স্থিতি দাঁড়িয়েছে ৫৩ হাজার ৯৮৩ কোটি টাকা।


সংশ্লিষ্টরা জানান, আমানত সংগ্রহ প্রত্যাশিত না হওয়া, খেলাপি ঋণ বেড়ে যাওয়াসহ কিছু কারণে কোনো কোনো ব্যাংকের তারল্য প্রবাহ কমে গেছে। আবার বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ডলার বিক্রির কারণে বাজার থেকে বড় অঙ্কের টাকা উঠে আসছে। চলতি অর্থবছরের এ পর্যন্ত বিভিন্ন ব্যাংকের কাছে প্রায় সাড়ে ৪৫০ কোটি ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর বিপরীতে বাজার থেকে উঠে এসেছে ৪৯ হাজার কোটি টাকার মতো। আবার চলতি অর্থবছরের ১৮ অক্টোবর পর্যন্ত ট্রেজারি বিল ও বন্ডের বিপরীতে বাণিজ্যিক ব্যাংক থেকে সরকার ২৯ হাজার ৪৯ কোটি টাকা ঋণ নিয়েছে। এ দুই উপায়ে বাজার থেকে উঠে এসেছে প্রায় ৮০ হাজার কোটি টাকা। এ অবস্থায় সাময়িক চাহিদা মেটাতে বাংলাদেশ ব্যাংক ও অন্য ব্যাংক থেকে ধারের চাহিদা বেড়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংক এখন সরাসরি সরকারকে ঋণ দিচ্ছে না। সরকার বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে ঋণ নিচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও