কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এক নাটকে ৬ গল্প, তিন নির্দেশক

প্রথম আলো প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৩, ১৫:৩১

শীত আসতে আরও বেশ খানিকটা দেরি। কার্তিকের ১০টি দিন গেছে মাত্র। সাধারণত শীত মৌসুমে জমে ওঠে ঢাকার নাট্যাঙ্গন। বড় বড় উৎসব হয়, নতুন নতুন নাটক আসে। এবার যেন একটু আগেই জমে উঠেছে নাট্যাঙ্গন। নতুন নাটক মঞ্চে আসছে, এসেছে উৎসবের ঘোষণা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায়ও নতুন দল নৃ প্রাঙ্গণ এনেছে জুলফিকার চঞ্চলের নির্দেশনায় নতুন নাটক ‘অদ্ভুত ভাস্কর্য’। কিছুদিন আগেই শেষ হয়েছে গঙ্গা যমুনা সাংস্কৃতিক উৎসব। বাংলাদেশ–ভারতের বেশ কিছু নতুন–পুরোনো নাটকের সমাহার ছিল সে আয়োজনে। সন্ধ্যায় সেগুনবাগিচার জাতীয় শিল্পকলা একাডেমি কিংবা বেইলি রোডের মহিলা সমিতিতে গেলে পাওয়া যাবে উৎসব আমেজ। এমন পরিবেশে আজ শুক্রবার মঞ্চে আসছে নতুন একটি নাটক। আগন্তুক রেপার্টরি নিয়ে আসছে ‘একগুচ্ছ গল্প’।
ঢাকার প্রতিষ্ঠিত বেশ কয়েকটি বড় দলের নাট্যকর্মীদের সম্মিলিত উদ্যোগ ‘আগন্তুক রেপার্টরি’।


এর আগে আগন্তুকের প্রথম প্রযোজনা ‘অন্ধকারে মিথেন’ ও দ্বিতীয় প্রযোজনা ‘ধলেশ্বরী অপেরা’ দর্শকের মন জয় করেছে। তবে তাদের তৃতীয় প্রযোজনা ‘একগুচ্ছ গল্প’ বিভিন্ন কারণে ব্যতিক্রম। একটি নাটকে রয়েছে ছয়টি গল্প। ছয়টি অণুনাটক; সব কটিরই নাট্যকার তাহ্‌নীনা ইসলাম। তিনি দীর্ঘদিন মঞ্চনাটক চর্চা করছেন। তবে এবারই প্রথম নাট্যকার হিসেবে নাম লেখালেন। তাঁর লেখা মঞ্চে দুটি করে অণুনাটকের নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম, ত্রপা মজুমদার ও পান্থ শাহ্‌রিয়ার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও