কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে নাকাল জনজীবন

যুগান্তর ইফতেখার উদ্দিন চৌধুরী প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৩, ১০:০৩

যুদ্ধ-সংঘাতের নতুন অধ্যায় পুরো বিশ্বকে বিপর্যস্ত করে তুলছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের অব্যাহত বর্বর হামলা, বিভিন্ন দেশে নানামুখী সংঘাত-সংঘর্ষ বিশ্বব্যাপী মানুষের মনে গভীর উদ্বেগ-উৎকণ্ঠার জন্ম দিয়েছে।


এসব ঘটনার প্রভাবে বিশ্ব টালমাটাল। জ্বালানি তেল, গ্যাস, খাদ্যশস্য, নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর আমদানি-রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার প্রেক্ষাপটে মূল্যস্ফীতি-মূল্যবৃদ্ধির উদ্ভূত পরিস্থিতি থেকে বাংলাদেশও মুক্ত নয়। পৃথিবীর প্রতিটি দেশের সরকারই সংকট উত্তরণে বিভিন্ন প্রায়োগিক পরিকল্পনা-উদ্যোগ গ্রহণ করেছে।


বৃহত্তর জনস্বার্থে আগামী দিনের সম্ভাব্য সমস্যা অনুধাবনে গৃহীত পদক্ষেপ অনেক ক্ষেত্রে নতুন করে জনদুর্ভোগ সৃষ্টি করছে। কর্মহীনতা, আয়বৈষম্য, জনজীবনের হাহাকার প্রতিনিয়ত প্রতিধ্বনিত হচ্ছে। সামগ্রিকভাবে বিষয়গুলোর গুরুত্ব ও তাৎপর্য অনুধাবনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দূরদর্শিতা, মেধা ও প্রজ্ঞার অভাব দৃশ্যমান।


দেশে বেশ কিছুদিন ধরে বিভিন্ন ধরনের নিত্যপণ্যসামগ্রীর মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে পেশাজীবী, শিক্ষার্থীসহ নিম্ন-আয়ের জনগোষ্ঠীর জীবন ওষ্ঠাগত। লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে দেশের সিংহভাগ মানুষ তাদের চাহিদা মেটাতে অক্ষম হয়ে পড়ছেন। দ্রব্যমূল্য বর্তমানে সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও