কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বান্দরবানের কোথায় যাবেন কোথায় যাবেন না

www.ajkerpatrika.com বান্দরবান প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৩, ১১:৫৮

প্রকৃতির অপার সৌন্দর্যের তীর্থভূমি বান্দরবান। জেলার সাত উপজেলায় অসংখ্য পর্যটন স্পটের সৌন্দর্য উপভোগ করতে বছরজুড়ে হাজার হাজার পর্যটক দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসেন। তবে, বিশেষ করে নিরাপত্তার কারণে অনেক পর্যটন স্পটে ভ্রমণের ওপর দেওয়া হয়েছিল নিষেধাজ্ঞা।


গত বছরের ১৭ অক্টোবর থেকে শুরু হওয়া নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করা হয়েছে। এখন রোয়াংছড়ি ছাড়া সব উপজেলার জন্য গত ১৪ জুলাই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও বিভিন্ন পর্যটন স্পটের জন্য এখনো বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।


যেখানে যেতে নেই মানা



  • বান্দরবান সদরের নীলাচল, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরি, প্রান্তিক লেক, রামজাদি, মেঘলা, গোল্ডেন বুদ্ধ মনাস্টোরি বিহার।

  • রুমা উপজেলার রিজুক ঝরনা

  • লামা উপজেলার মিরিঞ্জা ভ্যালি, নুনার ঝিরি ঝরনা

  • নাইক্ষ্যংছড়ি উপজেলার উপবন লেক, শৈলচূড়া

  • আলীকদম উপজেলার মারাইতং, আলীর সুড়ঙ্গ, দামতুয়া, তাংমাইন, পালংখিয়ং ও রূপ মুহুরি ঝরনা, কুরুকপাতা সড়কের ভিউ পয়েন্ট ১, ২, ৩, ৪

  • থানচি উপজেলার নীল দিগন্ত, তমাতুঙ্গী, রেমাক্রি, বড়পাথর, ডিমপাহাড় ও কুমারী ঝরনা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও