কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


মুনাফা কমেছে উৎপাদন ও সেবা খাতের কোম্পানির

ভালো মুনাফা করতে পারেনি জুনে হিসাব বছর শেষ হওয়া কোম্পানিগুলো। গত সোমবার পর্যন্ত ৪৬ কোম্পানি ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের মুনাফার তথ্য এবং লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২৫টির নিট মুনাফা আগের বছরের তুলনায় কমেছে, বেড়েছে ২১টির। কোম্পানিগুলোর নিট মুনাফা গড়ে ২৯ শতাংশ কমে ৫ হাজার ৩৯১ কোটি টাকায় নেমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য বিশ্লেষণে এমন চিত্র মিলেছে।

বর্তমানে দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে তালিকাভুক্ত কোম্পানি ৩৫৫টি। এর মধ্যে ২৪১টির হিসাব বছর শেষ হয় জুনে। একটি বাদে বাকি সবই উৎপাদন ও সেবা খাতসংশ্লিষ্ট। যেসব কোম্পানি মুনাফা ও লভ্যাংশ ঘোষণা করেছে, তার কয়েকটি ভালো মুনাফা করেছে। তবে তা সংখ্যায় কম বলে জানান শেয়ারবাজার সংশ্লিষ্টরা। তারা বলেন, বেশির ভাগ কোম্পানির মুনাফা ও লভ্যাংশ আশাব্যঞ্জক নয়। ব্রোকারেজ হাউস লংকাবাংলা সিকিউরিটিজের সিইও সাফফাত রেজা সমকালকে বলেন, এখন অর্থনীতির প্রধান সমস্যা ডলার সংকট এবং বিনিময় মূল্য। এর কারণে কাঁচামাল আমদানিতে বেশি খরচ হচ্ছে। এতে একদিকে উৎপাদন খরচ বেড়েছে, অন্যদিকে বিক্রি মূল্য বৃদ্ধি পাওয়ায় বিক্রিও কমছে। যার প্রভাব পড়েছে নিট মুনাফায়। ওষুধ খাতের কোম্পানি রেনেটার আগের বছরের ইপিএস যেখানে ৪৪ টাকা ৫৬ পয়সা ছিল, সর্বশেষ হিসাব বছরে তা ২০ টাকা ৪০ পয়সায় নেমেছে। একই অবস্থা ওয়ালটনের। কোম্পানিটির ইপিএস ৪০ টাকা ১৬ পয়সা থেকে নেমেছে ২৬ টাকার নিচে। এর কারণ, কাঁচামালের আমদানি খরচ। অবশ্য ইবনে সিনার ইপিএস অপরিবর্তিত আছে। স্কয়ার ফার্মার সামান্য বেড়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন