You have reached your daily news limit

Please log in to continue


ঢাকা রিজেন্সিতে হ্যালোইন আয়োজন

হ্যালোইন মানেই একটু অন্যরকম উৎসব। এদিন নাকি মানুষের সান্নিধ্য লাভের আশায় ভূত বা অশরীরী শক্তি নেমে আসে পৃথিবীর বুকে! একটু আতঙ্ক, একটু ভয় মিশ্রিত পরিবেশে উদযাপন করা হয় উৎসবটি। আগামী ৩১ অক্টোবর হ্যালোইন উৎসবের আয়োজন করেছে ঢাকা রিজেন্সি হোটেল। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলবে 'হ্যালোইন নাইট পার্টি অন দ্য স্কাইলাইন' উৎসব। পাশাপাশি ভোজনরসিকদের জন্য হ্যালোইন উপলক্ষে রয়েছে বিশেষ আয়োজন। ঢাকা রিজেন্সির রুফটপ গার্ডেন রেস্টুরেন্টে রাতের খাবারের স্পেশাল বার-বি-কিউ বুফে ডিনার আয়োজন থাকছে।

তার সঙ্গে আরও থাকছে ভূতের সঙ্গে বসে ভূতুড়ে সিনেমা দেখার সুযোগ, টান টান উত্তেজনাময় ম্যাজিক শো, কুইজ কন্টেস্ট, কস্টিউম কন্টেস্ট, র‍্যাফেল ড্র এর মতো আয়োজন। আয়োজনটি শুরু হবে সন্ধ্যা সাড়ে পাঁচটায়। চলবে রাত সাড়ে দশটা পর্যন্ত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন