কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভৈরবে ট্রেন দুর্ঘটনা: ৫ সদস্যের তদন্ত কমিটি করেছে ফায়ার সার্ভিস

বাংলা ট্রিবিউন ভৈরব প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৩, ১৩:৪৪

কিশোরগঞ্জের ভৈরবে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে এ তদন্ত কমিটি গঠন করা হয়।


ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাজাহান শিকদার বাংলা ট্রিবিউনকে এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কমিটিকে আগামী ৫ কার্যদিবস এর মধ্যে প্রতিবেদন জমা দেয়ার সময় দেওয়া হয়েছে।


ফায়ার সার্ভিসের তদন্ত কমিটির সভাপতি সংস্থাটির পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। কমিটির সদস্য সচিব করা হয়েছে ময়মনসিংহ অঞ্চলের সহকারী পরিচালক  মো. মাসুদ সরদারকে। এছাড়াও সদস্যরা হলেন, নরসিংদীর উপসহকারী পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ, কিশোরগঞ্জের উপসহকারী পরিচালক মো. এনামুল হক ও ভৈরব বাজার ফায়ার স্টেশন অফিসার মো. আজিজুল হক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও